| শনিবার, ১৭ জুলাই ২০২১ | প্রিন্ট
ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্র্রতিনিধিঃ “মধু মাসের মধুর ফলে শিশুর মুখে হাসি খেলে” এই স্লোগানে রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহীর উদ্যোগে শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরণ করা হয়েছে। শুক্রবার(১৬ জুলাই)সকাল সাড়ে ১০ টায় রোটারী ক্লাব অব পদ্মা রাজশাহী আর.আই.ডি-৩২৮১, বাংলাদেশের আয়োজনে এবং পি.এস.ডাব্লিও.এফ এর পৃষ্ঠপোষকতায় মহানগরীর উপকণ্ঠে নওহাটা পৌরসভার বায়াতে অবস্থিত সরকারী শিশু পরিবার নিবাস ও সরকারী সেফ হোম এবং রাজশাহীর উপশহরে অবস্থিত শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রে আশ্রিত শিশু-কিশোরীদের মাঝে মৌসুমী ফল আম বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন রোটারী জেলা ৩২৮১ এর রাজশাহী জোনের লেঃ গভর্নর এম এ মান্নান, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহীর ২০২১-২২ রোটারী বর্ষের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ আরিফ হোসেন, আইপিপি সোহেল সারওয়ার জাহান, প্রেসিডেন্ট ইলেক্ট মোঃ সাইফুল ইসলাম, ক্লাব ট্রেজারার ড. মোঃ আমিনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক(অবসরপ্রাপ্ত)রোটারিয়ান মোঃ মোজাম্মেল হক, সেফহোমের পরিচালক মোছা. লাইজু রাজ্জাক, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র রাজশাহীর উপপ্রকল্পপরিচালক নুরুল আলম প্রধানসহ উক্তপ্রতিষ্ঠানসমূহের কর্মচারীগন।
Posted ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।