টি এম এ হাসান : | শনিবার, ৩১ জুলাই ২০২১ | প্রিন্ট
ভারত থেকে আরও ২০০টন তরল মেডিক্যাল অক্সিজেনের (এলএমও) নিয়ে তৃতীয় চালান ‘অক্সিজেন এক্সপ্রেস” ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসেছে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনদে বাংলাদেশ লিমিটেডথর আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব। শুক্রবার (৩০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস নামক ট্রেনটি বরাবরের মতো আরও ১০টি কন্টেইনার নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি তৃতীয় বারের মতো এ নিয়ে রেলপথে ভারত থেকে মোট ৬শ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে আসলো। শনিবার (৩১ জুলাই) সকাল থেকে ট্রেনের কন্টেইনার থেকে সড়ক পথে বহনের জন্য অক্সিজেনবাহী ট্যাংকলরিতে খালাস কার্যক্রম শুরু হয়েছে। উল্লেখ্য, এর আগে ভারত থেকে ২৫ ও ২৮জুলাই আসা ৪০০টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এরপর আজ আবার ২০০টন আসলে সকাল থেকে চলছে খালাস কার্যক্রম। সন্ধ্যা নাগাদ সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন থেকে শেষ ট্যাংকলরিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট এর উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানা গেছে। এদিয়ে দুবারেরেলপথে দেশে আসলো আরও ২০০টন অক্সিজেন
Posted ১:২১ অপরাহ্ণ | শনিবার, ৩১ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।