এস,এম মনির হোসেন (নারায়ণগঞ্জ): | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 31 বার
নারায়ণগঞ্জের রুপগঞ্জের তাড়াবো ইউনিয়নের পূর্ব বরাবোতে মৃত ফজর আলীর ছেলে অসহায় লেগুনা চালক দায়েন এর তিন লক্ষ ত্রিস হাজার টাকা আত্মসাৎ করার পায়তারার অভিযোগ উঠেছে।
ভূক্তভোগী অসহায় লেগুনা চালক জানান, পূর্বপাড়া বরাবো গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আজিজুল দিঘীরপাড় মৌজায় এক কাঠা জমি বিক্রয় করার কথা বলে আমার নিকট থেকে ৩,৩০,০০০ টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পর থেকে জমি রেজিস্টারি করে দিতে বললে সে দেই দিচ্ছি বলে দিনের পর দিন আমাকে হয়রানি করে আসছে। এই ব্যাপারে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার প্রার্থনা করলে বিচারকগন জমির মালিক আজিজুল হককে জমি লিখে দেওয়ার জন্য রায় প্রদান করেন। কিন্তু আজিজুল হক ও তার ভাই ফজলুল হক (সাবেক মেম্বার) পেশী শক্তির প্রভাব দেখিয়ে বিচারকদের রায় অমান্য করেন এবং আমার অনেক কষ্টের উর্পাজিত টাকা আত্মসাৎ করার পায়তারা করিতেছেন। আমি মাননীয় প্রধান মন্ত্রীর নিকট ন্যায় বিচার প্রার্থনা করি তিনি যেন প্রশাসনের মাধ্যমে আমার অনেক কষ্টের অর্জিত টাকা উদ্ধার করতে সহায়তা করেন।
বাংলাদেশ সময়: ৬:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel