বিজ্ঞপ্তি | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১ | প্রিন্ট
পরিচয়পত্র প্রদানের পর থেকেই দায়িত্ব পালনে অনিহা তথা সংবাদ প্রেরণ না করা, অফিসের সঙ্গে যোগাযোগ না রাখা, বার বার অফিস থেকে ফোন করা হলেও তা না ধরা, পত্রিকার বিজ্ঞাপন, সার্কুলেশনসহ সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার কারণে দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা প্রতিনিধি সোহেল আলমকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। ২০ মার্চ, ২০২১খ্রী: তারিখ থেকে এ অব্যাহতি কার্যকর বলে গণ্য হবে। ওই তারিখ থেকে তিনি আর আমাদের সাথে জড়িত নেই। বাংলার নবকন্ঠ পত্রিকার পরিচয় দিয়ে তিনি কোথাও অনিয়ম বা অপ্রীতিকর ঘটনায় জড়িত হলে এজন্য তিনি এককভাবে দায়ী থাকবেন। এক্ষেত্রে আমাদের কোনো দায়-দায়িত্ব থাকবে না। ইতোপূর্বে সোহেল আলমকে তাঁর পরিচয়পত্র ফেরত প্রদানের জন্য লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোঃ মামুনুর রশিদ ও রায়পুর প্রেসক্লাবের সভাপতি সাহেবের মাধ্যমে বার বার তাগাদা দেওয়া হলেও তিনি দেই-দিচ্ছি করে সময় ক্ষেপন করে যাচ্ছেন। এমতাবস্থায় যতো দ্রুত সম্ভব অফিসের ঠিকানায় বা লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির নিকট তাঁকে পরিচয় পত্রটি জমা প্রদান করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
ধন্যবাদসহ -সম্পাদক ও প্রকাশক দৈনিক বাংলার নবকন্ঠ
Posted ৯:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ এপ্রিল ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।