রিয়াজ উদ্দিন রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ | শনিবার, ০৫ জুন ২০২১ | প্রিন্ট
লক্ষ্মীপুরের রায়পুরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) উপজেলা পরিষদ কমপ্লেক্সের ‘আমার বাড়ি, আমার খামার’ সংলগ্ন মাঠে এ প্রদর্শনী করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রদর্শনী শেষে খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী। অতিথি হিসেবে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, ভাইস চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন জাকারিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান। সঞ্চালনা করেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার মোফাজ্জল হোসেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আতাউর রহমান বলেন, উন্নতজাতের গরু, ছাগল, হাস, মুরগী, পাখি, ঘোড়াসহ বিভিন্ন প্রজাতির ৩০টি স্টল এতে অংশগ্রহণ করে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে। এবারের শ্লোগান ছিল ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন- প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’। প্রাণিসমম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিপি)’র সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাণিসম্পদ বৃদ্ধি করা ও দুগ্ধজাত পণ্যের গ্রাহক সৃষ্টি করা, উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি করাই এ প্রদর্শণীর লক্ষ্য।
Posted ৯:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।