| রবিবার, ০৮ আগস্ট ২০২১ | প্রিন্ট
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় পারভীন বেগম (৩০) নামে এক স্বামী পরিত্যক্তাকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার খবর পাওয়া গেছে। শনিবার রাত ১১টায় উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই নারী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। আগুনে তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
রবিবার দুপুরে ভুক্তভোগীর ভাই মো. আকরাম হোসেন বাদী হয়ে চারজনকে আসামি করে রায়পুরা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ওই নারীর সাবেক দেবরসহ দুজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মরজাল ইউনিয়নের জিরাহী এলাকার সাফিউদ্দিন মুন্সির ছেলে আলী হোসেন (৩২) ও পাহাড় মরজাল এলাকার মৃত কাজী আলতাব হোসেনের ছেলে কাজী আল শাহরিয়ার (১৭)। মামলার অন্য আসামিরা হলেন একই ইউনিয়নের পাহাড় মরজাল এলাকার মৃত মৃত কাজী আলতাব হোসেনের স্ত্রী তাসলিমা খাতুন (৩৬) ও কাজল মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫)।
শনিবার করোনা টিকা দিতে নিয়ে যাওয়ার কথা বলে পারভীনকে বাবার বাড়ি থেকে মরজাল বাসস্ট্যান্ড ডেকে আনে ননদ তাসলিমা বেগম। পরে তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে রাত ১১টায় হত্যার উদ্দেশ্যে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায় দেবর আলী হোসেন, ননদের ছেলে শাহরিয়ার ও রহিমা বেগম। এ সময় অগ্নিদগ্ধ পারভীনের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে উপজেলার মরজাল ইউনিয়নের জিরাহী এলাকার সাফিউদ্দিন মুন্সির ছেলে জাকির হোসেনের সঙ্গে পারভীন বেগমের বিয়ে হয়। তাদের ১০ বছরের একটি কন্যা রয়েছে। স্বামী প্রবাসে থাকায় শ্বশুরবাড়ির লোকেরা পারভীনকে নির্যাতন করে আসছিল। গত বছর দেবর আলী ওই গৃহবধূর মেয়ে ঝিমিকে দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে ওই ঘটনায় দেবর ও শ্বশুরকে আসামি করে মামলা করেন পারভীন। এরপর মামলা তুলে নিতে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকেরা। কিন্তু মামলা তুলে না নেওয়ায় স্বামীর সঙ্গে পারভীনের ডিভোর্স হয়ে যায়।
Posted ১০:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৮ আগস্ট ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।