• শিরোনাম

    রায়পুরায় কোভিড -১৯ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    অনলাইন ডেস্ক শনিবার, ১০ জুলাই ২০২১

    রায়পুরায় কোভিড -১৯ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

    apps

    শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি:
    রায়পুরা উপেজলার কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও সচেতনতামুলক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জুলাই) সকালে উপজেলার ওয়ান্ডার পার্কে স্বাস্থ্যবিধি মেনে শারীরিক দুরত্ব বজায় রেখে এই সভা অনুষ্ঠিত হয়।

    নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম- পিপিএম, সিভিল সার্জন ডা: মো: নূরুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিক, রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক প্রমুখ।

    বাংলাদেশ সময়: ৭:০১ অপরাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ