• শিরোনাম

    রায়গঞ্জে একরাতে দুই যুবকের আত্মহত্যা

     টি,এম,এ হাসান, সিরাজগঞ্জ: বুধবার, ২৬ মে ২০২১

    apps

    সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পৃথক স্থানে এক রাতে দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ মে) দিবাগত রাতে এই আত্মহত্যার ঘটনা দুটি ঘটে। এর মধ্যে একটি সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামে ও আরেকটি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হালদার পাড়া এলাকায়। বিষয়টি নিশ্চিত করেছেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। মৃত ব্যক্তিরা হলেন নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের মৃত ইনসান আলীর ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও অন্যজন হলেন উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের হালদার পাড়া এলাকার জগদিস বাশফোরের ছেলে চন্দন কুমার বাশফোর (৩২)। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, গতকাল দিবাগত রাতের কোনও একসময়ে ফরিদুল ইসলাম তার নিজ ঘরের আড়ার সাথে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেন। তবে এখন পর্যন্ত আত্মহত্যার কারন সম্পর্কে জানা যায়নি তবে মৃতদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অপরদিকে চন্দন কুমার বাশফোর (৩২) নামে এক যুবক স্ত্রীর পরকীয়ার খবর জানতে পেরে তার উপরে অভিমান করে নিজ বাড়িতেই রাতের কোনও একসময়ে গ্যাস ট্যাবলেট পানে আত্মহত্যা করেছেন। তবে তারা স্বামী স্ত্রী দুজনেই শেরপুর থানাধীন হোটেল প্যান্টাগনে কাজ করতেন। এখন তার মৃতদেহ বাড়িতেই আছে তবে শেরপুর থানাধীন হওয়ায় সেখানকার থানা পুলিশ প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন

    বাংলাদেশ সময়: ৪:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৬ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ