নকলা (শেরপুর) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
রাস্তার পড়েছিল বীর মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিনের (৭০) লাশ ! তবে স্থানীয়রা বলছে সকাল ৯ টার দিকে তিনি স্থানীয় চা দোকান থেকে বাড়ি আসার পথে দধিয়ার চর পূর্ব পাড়া রাস্তার পাশে পড়েছিলেন তিনি। এরপর তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানজিনা মাহবুব মৃত ঘোষণা করেন। তার নাকে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরপুরের সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। পার্শবর্তী গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূর রহমান জানান, বীর মুক্তিযোদ্ধা আলমাছ উদ্দিন নকলা উপজেলার গৌড়দ্বার বি এল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন সেই সাথে তার ভাতিজার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল অনেক দিন ধরেই। তবে তার মৃত্যুর ঘটনা টি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা ময়নাতদন্তের প্রতিবেদন পর বিস্তারিত জানা যাবে।
Posted ৪:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।