• শিরোনাম

    রায়পুরার চেয়ারম্যান ও জুড়া হত্যাকান্ডের ৪ আসামিদের জবানবন্দী প্রদান এবং আলামত উদ্ধার

    সোহরাব হোসেন খাঁন বাঁধন, স্টাফ রিপোর্টারঃ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 43 বার

    রায়পুরার চেয়ারম্যান ও জুড়া  হত্যাকান্ডের ৪ আসামিদের জবানবন্দী প্রদান এবং আলামত উদ্ধার

    apps

    নরসিংদীর রায়পুরায় আলোচিত মানিক চেয়ারম্যান হত্যাকান্ডের ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান ও রায়পুরায় আলোচিত ডবল মার্ডার মামলার প্রধান দুই আসামী গ্রেফতার রক্তমাখা জামা-কাপড় ও হাতুরি উদ্ধার করেছে পুলিশ ।

    গত ৩ ডিসেম্বর শনিবার বিকাল অনুমান ৩.৩০ ঘটিকার সময় রায়পুরা থানাধীন মির্জারচর ইউনিয়নের শান্তিপুর ৩নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেরিবাধের অগ্রগতি বিষয়ক সভা শেষ করে ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হন মির্জারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। উল্লেখিত ঘটনায় ভিকটিমের স্ত্রী মোছাঃ মাহফুজা আক্তার বাদী হয়ে ২১ জন এজাহারনামীয় আসামী এবং ৪/৫ জন অজ্ঞাত আসামীগণের বিরুদ্ধে রায়পুরা থানার মামলা নম্বর-০২, তারিখ-০৫/১২/২০২২, ধারা-৩৪১/১১৪/৩০২/৩৪ দণ্ডবিধি রুজু করেন।

    জেলা গোয়েন্দা শাখার একাধিক চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত ২ জন আসামীকে গত ০৩/১২/২০২২ তারিখ গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা নিজেদেরকে ঘটনার সহিত জড়িত করে কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণের বিষয়টি উল্লেখ পূর্বক বিজ্ঞ আদালতে কাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।

    কাঃবিঃ ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানকৃত আসামীরা হলো,
    ১।রমজান (২৮), পিতা-জয়নাল মিয়া, সাং- মির্জারচর বিরামপাড়া, থানা-রায়পুরা,জেলা- নরসিংদী।
    ২।রাসেল ওরফে এবাদুল্লাহ (৩৫), পিতা-আবু সিদ্দিক, সাং-মির্জারচর ব্যাপারীবাড়ি, থানা-রায়পুরা,জেলা- নরসিংদী।

    অন্যদিকে নরসিংদী জেলার রায়পুরা থানার আলোচিত ডবল মর্ডার মামলার ডিজিষ্ট মোহাম্মদ আলী হোসেন(৪৫)পিতামৃত বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন সাং-লোচনপুর থানা-রায়পুরা জেলা-নরসিংদী ও মো:দ্বীন ইসলাম(৩৪)পিতা-আ:মন্নাফ,মাতা-রেহেনা বেগম সাং-পাহাড় ফুলদী থানা-শিবপুর জেলা-নরসিংদীর লাশ ০৫/১২/২২ তারিখ আদিয়াবাদ ইউপিস্থ শেরপুর বিধিবাড়ী এলাকায় কলাবাগানের ভিতর ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়। উক্ত ঘটনায় রায়পুরা থানায় মামলা নং-০৪ তারিখ-০৬/১২/২২ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়। ইতিপূর্বে আসামী ১। মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮),পিতাঃ আসাদ,সাং-শেরপুর পশ্চিম পাড়া, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী, ২। কাউসার (২৫), পিতাঃ দুলাল মিয়া, সাং-শেরপুর কান্দাপাড়া,থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী দ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে তারা বিজ্ঞ আদালতে কা:বি:১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।তাদের জবানবন্দীতে প্রকাশিত ঘটনায় জড়িত অন্যতম প্রধান পরিকল্পনাকারী সহ দুইজন আসামীকে গত ১১/১২/২২ তারিখ ভোর বেলায় ডিবির একটি চৌকোস টিম কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং তারা সহ মোট ০৬(ছয়) জন আসামী কিলিং মিশনে অংশগ্রহন করে বলে জানায়। আসামীরা আরোও জানায় অন-লাইন জুয়া খেলার টাকা-পয়সার লেনদেনের বিরোধ ও নারী ঘটিত প্রনয় সংক্রান্তে উক্ত হত্যাকান্ড সংঘটিত হয়েছে।আসামীদ্বয়ের স্বীকারোক্তি ও দোখানোমতে হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা দুটি জ্যাকেট ও হাতুরী উদ্ধার করা হয়।আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।উল্লেখীত হত্যাকান্ডের ঘটনায় মোট ০৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

    গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
    ১। মো:রহমত উল্লাহ (৩২),পিতাঃ তাজুল ইসলাম,সাং-শেরপুর পশ্চিম পাড়া, থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী,
    ২। মো:সাইফুল ইসলাম ওরফে ভূট্রো(১৮), পিতাঃ লুৎফর ওরফে লুৎফর মাস্টার, সাং-শেরপুর কান্দাপাড়া,থানাঃ রায়পুরা, জেলাঃ নরসিংদী।

    বাংলাদেশ সময়: ৮:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১১ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ