• শিরোনাম

    রায়পুরায় ফকিরেরচরে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

    রায়পুরা ( নরসিংদী) প্রতিনিধিঃ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩ | পড়া হয়েছে 47 বার

    রায়পুরায় ফকিরেরচরে বজ্রপাতে এক মহিলার মৃত্যু

    apps

    গরুর গো-খাদ্য জমাট মাঠে গেলে এমন সময় হঠাৎ বজ্রপাতে শামসুন্নাহার (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়।
    মঙ্গলবার (২৩ মে) সকালে শ্রীনগর ইউনিয়নের ফকিরেরচর পশ্চিমপাড়া এলাকায় এঘটনা ঘটে।
    নিহত শামসুন্নাহার ঐ এলাকার কৃষক মোমরাজ মিয়ার স্ত্রী।

    এলাবাসী জানান- গরুর খেরের পাড়া দিতে সকালে চারজন বদলা দিনমুজুর কাজ করছে। শামসুন্নাহার মাঠে খেড় জমাচ্ছে এমন সময় হঠাৎ
    বজ্রপাত শুরু হলে বিকট শব্দ তার মাথায় আকর্ষিত হলে তিনি সেখানেই মারা যায়। পরে আশেপাশের লোকজনের সহায়তায় লাশ বাড়িতে
    নিয়ে আসে।

    রায়পুরা থানা পুলিশের এসআই ফয়সাল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল সম্পন্ন করেন।

    শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল নিহতের বাড়িতে গিয়ে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

    বাংলাদেশ সময়: ৮:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ