• শিরোনাম

    রায়পুরায় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

    নরসিংদী জেলা প্রতিনিধি : | শনিবার, ২০ মে ২০২৩ | পড়া হয়েছে 37 বার

    রায়পুরায় অস্ত্রসহ ২ যুবক গ্রেফতার

    apps

    নরসিংদীর রায়পুরায় একাধিক মামলার আসামি বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল ওরুফে ছোট রুবেল(২৯) ও তার সহযোগীকে গ্রেফতার করেছে রায়পুরা থানা পুলিশ।

    আজ শনিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিকে পুলিশী প্রহরায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে শুক্রবার বাঁশগাড়ী এলাকা থেকে রুবেল ও তার সহযোগীকে গ্রেফতার করে পুলিশ। পরে সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেন।

    গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বালুয়াকান্দি এলাকার বিরাজ মিয়ার ছেলে রুবেল ওরুফে ছোট রুবেল(২৯) এবং কাচারিকান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে ইমরান আলী(১৯)।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বাঁশগাড়ী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো শফিকুল ইসলামের নেতৃত্বে উপপরিদর্শক ইকবাল ইউসুফসহ সঙ্গীয় ফোর্সে গোত্র সংবাদের ভিত্তিতে উপজেলার চরাঞ্চলের বাঁশগাড়ী বালুয়াকান্দু এলাকায় অবৈদ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করেন
    এ সময় ওয়ারেন্ট ভুক্ত একাধিক মামলার আসামি রুবেল ওরুফে ছোট রুবেল(২৯) ও তার সহযোগীকে লোহার তৈরি বিদেশি পিস্তল গুলিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ সংক্রান্তে শুক্রবার পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় সন্ধ্যায় মামলা হয়। রুবেলের নামে হত্যা লুটপাট অগ্নি সংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে।

    মামলার বাদী ও রায়পুরা থানার উপপরিদর্শক ইকবাল ইউসুফ প্রতিনিধিকে বলেন, রুবেলের নামে গ্রেফতারি পরোয়ানা হত্যা লুটপাট অগ্নি সংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। শুক্রবার বাঁশগাড়ী বালুয়াকান্দু এলাকায় অবৈদ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনাকালে একটি লোহার তৈরি বিদেশি পিস্তল গুলিসহ রুবেল ওরুফে ছোট রুবেল(২৯) ও তার সহযোগীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। এ সংক্রান্তে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা হয়েছে। শনিবার রুবেলসহ তার সহযোগীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:০৯ অপরাহ্ণ | শনিবার, ২০ মে ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ