
শান্ত বণিক, বিশেষ প্রতিনিধি | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ | প্রিন্ট
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে অনুমোদনহীন সার উৎপাদন ও বিক্রির দায়ে মাসুদ রানা (৩৮), পিতা–খোরশেদ আলী, সাং–লক্ষীপুরা, রায়পুরা কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
মঙ্গলবার (১ জুলাই ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধরা পড়েন তিনি। সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ৮ ধারায় এই দণ্ড প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়।
অভিযানকালে অভিযুক্তের হেফাজত থেকে বিপুল পরিমাণ অননুমোদিত সার ও সার উৎপাদনের কনটেইনার জব্দ করা হয়। এসব জিনিস বাজেয়াপ্ত করে প্রকাশ্যে ধ্বংসের নির্দেশ দেওয়া হয়েছে প্রসিকিউশন দাখিলকারী সংস্থাকে।
অভিযানে প্রসিকিউশন দাখিল করেন উপজেলা কৃষি অফিসার মোস্তাফিজুর রহমান। সার্বিক সহায়তায় ছিল রায়পুরা থানা-পুলিশ। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল।
Posted ৫:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Shanto Banik
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।