
মোঃ এরশাদ আলী বিশেষ সংবাদদাতা (সিরাজগঞ্জ) | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট
সিরাজগঞ্জের রায়গঞ্জে হাটপাঙ্গাসী কবিরাজ পাড়ার আঞ্চলিক সড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার ও ১ টি পিকআপ ভ্যান জব্দ করেছে রায়গঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার ১৪ জানুয়ারি দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানা পুলিশ হাটপাঙ্গাসী ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে কবিরাজ ইসমাইল হোসেনের বাড়ির সামনে থেকে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় ও ৬ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। ডাকাতির কাজে ব্যবহৃত ১ টি পিকআপ, ১ টি বড় হাতুড়ি, ১ টি তালা কাটার যন্ত্র, ১ টি শাবল, টর্স লাইট, ২ টি বাটন মোবাইল ফোন, ২ টি হাসুয়া জব্দ করা হয়।
গ্রেফতার কৃত আসামিরা হলেন। মোঃ সজিব (২১), পিতাঃ আব্দুল হাকিম, সাং পশ্চিমবাটি, থানা সাঘাটা, জেলা ঃ গাইবান্ধা। মোঃ মনছুর আলী (৫৫) , পিতাঃ একরামুল হোসেন, সাং চড়িয়া কালিবাড়ী, থানা ঃ সলঙ্গা, জেলা ঃ সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বগুড়া, মানিকগঞ্জ, ঢাকা গাজীপুর জেলাসহ, একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Posted ১০:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।