এস এম মিজানুর রহমান স্টাফ রিপোর্টার,বাগেরহাট | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 47 বার
বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই তারসহ মোঃ মনিরুল ইসলাম (৪০) নামে এক শ্রমিককে আটক করেছে আনসার ব্যাটালিয়ন-৩ এর সদস্যরা। রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭ কেজি তামার তার সহ মনিরুলকে আটক করা হয়। আটক মনিরুল কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কাজ করেন।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করা হয়। তার শরীরের সাথে লুকিয়ে রাখা ৭ কেজির অধিক আর্থিং কপার ক্যাবল উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য তিন হাজার পাঁচশত টাকা। কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত তারসহ মনিরুলকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে। এই নিয়ে গেল বছরের মে মাস থেকে এই পর্যন্ত ৫৩টি অভিযানে প্রায় ৫৮ লক্ষ ১৯ হাজার ৮০০ টাকার চোরাই মাল উদ্ধার করা হয়েছে। সেই সাথে ৪১ জন চোরাকারবারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫২ অপরাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel