মোঃ নুর হোসেন | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 36 বার
লক্ষ্মীপুর রামগতি উপজেলায় বুড়ো কর্তার আশ্রম ঐতিহ্যবাহি মেলা চলছে মহা ধুমধামের সাথে। এটি হচ্ছে বুড়ো কর্তার মেলার ৯৪তম মেলা।
শ্রী শ্রী বুড়োকর্তার তিরোধান উপলক্ষে লীলা র্কীতন ও মেলার আয়োজন করা হয়। এ মেলা চলবে আগামী ৫-৭ ফেব্রয়ারী পর্যন্ত। জানুয়ারি ফ্রেব্রয়ারী মাসের ১০ দিন ব্যাপী জেলার রামগতি উপজেলার চর সেকান্দার এ মেলার আয়োজন করা হয়।
মেলায় ১৮০ থেকে ২০০টির বেশী অস্থায়ী দোকানের পসরা বসেছে। শিশুদের খেলনা, মাটির ভৈষজ, প্যাষ্টিক সামগ্রী, গৃহস্থালী জিনিসপত্র, আসবাবপত্রসহ বিভিন্ন পন্য সামগগ্রী, বিভিন্ন রকমারী খাবার এ মেলায় স্টলে পাওয়া যায়। এ মেলাকে ঘিরে বগুড়া, রাজশাহী, ভোলা, বরিশাল, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে পন্য নিয়ে এখানে আসে বিক্রেতারা।
নোয়াখালী, ফেণী ও লক্ষ্মীপুর জেলার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ বুড়োকর্তার লীলার্কীতন শুনতে আসে। পাশাপাশি মেলায় হিন্দু মুসলিমসহ সকল সম্প্রদায়ের লোকজন এটি উপভোগ করতে আসে।
বাংলাদেশ সময়: ১০:৫৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel