অনলাইন ডেস্ক | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | পড়া হয়েছে 402 বার
( ইসলাম সাইফুল)
রাত এলেই হাটতে ইচ্ছে করে
আশ্বিনের আকাশে আজ চাঁদ নেই,
তারাও ঢেকে গেছে ছেড়া মেঘে ।
পরমা তোমার মুখটা মনে পড়ে না,
শুধু মনে পড়ে দুটো বেনী দুলছিল পিঠে।
ছিপ ছিপে খেজুর কাটা দিয়ে
হলুদ কিবা মেরুন কারুকাজ ।
মনে নেই বহুদিন আজ।
শুধু হাটতে থাকি আজ
আশ্বিনের রাত্রিতে কাদাজল মেখে
হেটে যাই অনন্ত কাল।
সবুজ ধানের ক্ষেতে দুধ ধান এখোনো আসেনি
শিয়ালমতির ফুল ফুটেছে কিনা কি জানি
হাস্নাহেনার সুবাস আসে,কোথায় ফুটেছে আজ
হাটতে থাকি এ অনন্ত রাত !
দুজনেই পাশাপাশি ছিলাম, আমার তর্জনী তোমার অনামিকাকে খুব কাছাকাছি পেয়ে ছুয়ে ছুয়ে ছুটেছিল
এতটুকু ছোঁয়া যেন অনেক পাওয়া,বেলীর মালার ছোঁয়া
পাশাপাশি হাটা ঘাসের প্রেম কাটা আঁচলে লাগা
আসলেই মনেপড়ে আজ। দুরে কোথায় মণ্ডপের আলো জ্বলে। হাটাপথে মেঘের ফাকে তারা জ্বলে নিখাদ অন্ধকারে। হাটুরে হেটে যায় হাঁক দেয় গান গায়
আমিও হাঁটি আশ্বিনের এই রাত্রি মনে হয় কাছাকাছি আসে যেমন তুমি ছিলে এক অবয়ব নিয়ে । কিছুই
মনে নেই, শুধু মনে আছে বেলীর সৌরভ আর দু’গাছি বেনীর কথা । বাধা ছিল খেজুরে কাটায় এখনো মনে পড়ে অনামিকা উষ্ণতা ছুয়ে ছিল আশ্বিনের রাত্রিতে ।
মনে পড়ে একদিন পাশাপাশি, হেটে ছিলে হেসেছিলে বালিকা।।।
বাংলাদেশ সময়: ৯:২০ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel