• শিরোনাম

    রাণীনগরে যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 135 বার

    রাণীনগরে যুবলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

    apps

    পদযাত্রার নামে বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে যুবলীগের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলা যুবলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রাণীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে রাব্বী চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি সহ অনেকেই। এছাড়া প্রতিবাদ সভায় উপজেলা ও ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৯:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ