রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 23 বার
নওগাঁর রাণীনগর উপজেলার মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ প্রঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিন মহিলা কলেজে একাদশ শ্রেণির নতুন ২১০ জন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। বরণ অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
রাণীনগর মহিলা কলেজের অধ্যক্ষ মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু, রাণীনগর মহিলা কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ। আরও বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আকন্দ প্রমুখ।
এছাড়া উক্ত অনুষ্ঠানে রাণীনগর মহিলা কলেজের সকল শিক্ষক ও বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৯:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel