নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন এঁর শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকালে তিনি মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার খবর পান। তবে শারীরিকভাবে সুস্থ রয়েছেন তিনি। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর এপিএস মো. ইকবাল আহমেদ। ইকবাল আহমেদ জানান, জাতীয় সংসদে অংশ নিতে শনিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শরীরে কোনো উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ আসে তাঁর। রোববার সকালে এমপি মহোদয় মুঠোফোনে করোনা পজিটিভ হওয়ার খবর পান। বর্তমানে তিনি ঢাকায় এমপি হোস্টেলে অবস্থান করছেন। তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
Posted ৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ জানুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।