
| বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট
রাজশাহীর সম্মানিত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি সিরাজগঞ্জ জেলা ডিএসবি অফিস বার্ষিক পরিদর্শন করেছেন।
তথ্য সুত্রে জানা যায় রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি)মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মো: ফারুক হোসেন । পরবর্তীতে সিরাজগঞ্জ জেলা পুলিশের সুসজ্জিত একটি দল ডিআইজি রাজশাহী রেঞ্জ অব বাংলাদেশ পুলিশ, রাজশাহী-কে “গার্ড অব অনার” প্রদান করেন।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম বার পিএইচডি সরেজমিনে ডিএসবি সিরাজগঞ্জের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ন রেজিস্টারসহ আনুষঙ্গিক সকল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান এবং পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। তিনি ডিএসবি সিরাজগঞ্জে কর্মরত সকলের সাথে কুশল বিনিময় ও পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, কমান্ড্যান্ট (সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, সিরাজগঞ্জ, মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), সিরাজগঞ্জ,মোঃ নাজরান রউফ, অতিরিক্ত পুলিশ সুপার, সিরাজগঞ্জ সার্কেল, সিরাজগঞ্জ, মো: আনোয়ার হোসেন, ডিআইও-১, ডিএসবি, সিরাজগঞ্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
Posted ৩:২৯ অপরাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।