
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ রাজশাহী। | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | প্রিন্ট
আগামী ০৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ (১০ই মুহাররম ১৪৪৭) রাজশাহীতে পবিত্র আশুরা উদ্যাপন উপলক্ষ্যে মহানগরী এলাকার বিভিন্ন আয়োজক কমিটির সাথে আরএমপি সদর দপ্তরে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “আশুরা আমাদের ইসলামী ইতিহাসের এক গৌরবময় ও বেদনাময় দিন। আসন্ন পবিত্র আশুরা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় সেই লক্ষ্যে বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন আয়োজক কমিটির সদস্যদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন অনুষ্ঠানস্থলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।
অনুষ্ঠান বা তাজিয়া ও শোক মিছিলে কোনোভাবেই দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ইত্যাদি ধারালো অস্ত্র বা ধাতব বস্তু বহন করা যাবে না এবং সকল প্রকার পটকা ফুটানো ও আতশবাজি নিষিদ্ধ সহ বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে শোক মিছিলে অংশগ্রহণকারীদের নিশানের উচ্চতা কম রাখতে হবে।
তাজিয়া ও শোক মিছিলের জন্য নির্ধারিত রুট ও সময় অবশ্যই মেনে চলতে হবে।” এছাড়াও তিনি আরএমপির পক্ষ থেকে জারিকৃত নির্দেশনা সবাইকে মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং আশুরা আয়োজক কমিটির প্রতিনিধিবৃন্দ
Posted ৫:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।