ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. সোমবার বেলা ১২.০০ টায় বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিদ্যালয়ের ছাত্রীরা অংশগ্রহণ করে। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী’র অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল।
আলোচনা শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকলের জন্য মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।