স্বপন, তানোর (রাজশাহী) প্রতিনিধি: | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ | প্রিন্ট
রাজশাহী তানোরে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, ছেলে হারানো মায়ের অশ্রু জড়ানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, তানোর উপজেলা চত্বর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্য দিয়ে দিবস টির সূচনা করা হয়। রাতের প্রথম প্রহরে ১২.০০টা ০১মিনিটে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ এবং স্থানীয় সাংসদ ও সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না ও পুলিশের পক্ষে তানোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান মিয়া, তানোর প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক টিপু সুলতান পুষ্পস্তবক অর্পণ করেন।
Posted ২:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।