
স্বপন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ | প্রিন্ট
রাজশাহীর তানোরে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এর সঙ্গে মত বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করেছেন। জানা গেছে, ১৪ই অক্টোবর বৃহস্প্রতিবার উপজেলা অডিটোরিয়াম রুমে আয়োজিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন তানোর উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, কাঁকনহাট পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আব্দুল মজিদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রাম কমল সাহা, সাংগঠনিক সম্পাদক মুকুল কুমার ঘোষ, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান ও ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান প্রমুখ।এ ছাড়াও উপজেলার ৬০টি মন্দিরের সভাপতি ও সম্পাদক গণ উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় সাংসদ তার ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।