মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী : | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
রাজশাহী জেলা পুলিশ সুপার জনাব, মোঃ আনিসুজ্জামান এর সার্বিক দিকনির্দেশনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা হতে গত ২৭ শে অক্টোবর রাত আনুমানিক ১০:৫০ টায় একজন মাদককারবারিকে ৬০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল।
তথ্য সুত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর নাম- মো: কাওছার আলী (৩২)। মো: কাওছার আলী রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর-আষাড়িয়াদহ বারীনগর গ্রামের মৃত ইসমাইল আলীর পুত্র।
ঘটনার দিন রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত থাকা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থানাধীন চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা গ্রামস্থ পদ্মা নদীর ফুলতলা ঘাটে তিনজন মাদককারবারী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: আব্দুস সামাদ ও ফোর্স-সহ গত ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রাত ১০:৩৫ টায় অভিযান পরিচালনা করেন, ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত ১০:৫০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মো: কাওছার আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির সামনের ডান কোমর হতে চারটি সাদা স্বচ্ছ পলিথিনের প্যাকেটে রক্ষিত বাদামি বর্ণের গুড়াপদার্থ অবৈধ মাদকদ্রব্য ৪০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করেন এবং পলাতক মাদককারবারি কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম, থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী’র ফেলে দেওয়া একটি প্যাকেটে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, অপর দুইজন সহযোগী মাদককারবারি (১) কালু শেখ, পিতা: বুরু, সাং: চর আষাড়িয়াদহ নতুনগ্রাম ও (২) মো: শামিম হোসেন, পিতা: মো: নুরুল ইসলাম, সাং: চর আষাড়িয়াদহ, উভয় থানা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। অভিযুক্ত মো: কাওছার আলীর বিরুদ্ধে ইতিপূর্বে গোদাগাড়ী থানায় বাংলাদেশ পাসপোর্ট আইনের মামলা রয়েছে।
হেরোইন উদ্ধারের এ ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক একটি মামলা রুজু হয়েছে এবং আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।