রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রেডিট ইউনিয়নের পক্ষ থেকে কাল্‌ব ব্যবস্থাপনা পরিষদকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩   |   প্রিন্ট

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রেডিট ইউনিয়নের পক্ষ থেকে কাল্‌ব ব্যবস্থাপনা পরিষদকে সংবর্ধনা

রাজশাহীতে কাল্‌ব সদস্যভুক্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রেডিট ইউনিয়নগুলোর পক্ষ থেকে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্‌ব) এর ব্যবস্থাপনা পরিষদকে সংবর্ধনা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১ টায় সীমান্ত অবকাশ মিলনায়তনে কাল্‌ব রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার প্রতিনিধি পরিষদের আয়োজনে সংবর্ধনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ক্লাস্টার কমিটির সভাপতি ও দুর্গাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি আবু হানিফ।

সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কাল্‌ব) এর ব্যবস্থাপনা পরিষদের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন, বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান মোছাঃ ফাহমিদা সুলতানা (সীমা), সেক্রেটারী মোঃ আরিফ মিয়া, ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস, ‘খ’ অঞ্চল ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

রাজশাহী মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাবেক সেক্রেটারি বিরাজ আহম্মেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সভাপতি গোলাম মওলা এসময় উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ, পবা উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও সেক্রেটারি আবু কালাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি শাহ আলম, দুর্গাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ট্রেজারার প্রদ্যুৎ কুমার সরকার, মোহনপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি সোহরাব আলী, গোদাগাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল রাজু, তানোর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের প্রতিনিধি, বিভিন্ন উপজেলার শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেক্রেটারি, সদস্য, ব্যবস্থাপক, কর্মকর্তা ও কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

Posted ৭:৫২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins