ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি: | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পরিচালনা পর্ষদ অডিট কমিটির ৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় রংপুরস্থ নিজ কার্যালয় থেকে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক ও রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা। এসময় অডিট কমিটির সদস্য ও রাকাব পরিচালনা পর্ষদের পরিচালক মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ ও প্রাণী সম্পদ অধিদপ্তর রংপুর অঞ্চলের পরিচালক ড. মোহাঃ ইসমাইল হক তাঁদের নিজ কার্যালয় থেকে এবং নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগ এর মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ বোর্ডরুম থেকে সভায় সরাসরি অংশগ্রহণ করেন।
Posted ১২:১৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।