ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | সোমবার, ৩১ মে ২০২১ | পড়া হয়েছে 229 বার
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৩১তম সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ মে) ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সরকারের সাবেক সিনিয়র সচিব মোঃ রইছউল আলম মন্ডল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের ৫৩১তম সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীর; রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভুঞা; মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপ-পরিচালক মোঃ তোফাজউদ্দীন আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষণ রায় তাঁদের স্ব স্ব কার্যালয় থেকে এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইসমাইল হোসেন ও পর্ষদ সচিবালয়ের সচিব মোহাঃ সানা উল্লাহ প্রধান কার্যালয়ের বোর্ড রুম থেকে উক্ত ভার্চুয়াল বোর্ড সভায় সরাসরি অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট বরাদ্দের বিষয়সহ ব্যাংক-এর অন্যান্য কর্মকান্ডের উপর বিস্তারিত আলোচনান্তে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বাংলাদেশ সময়: ১:১১ অপরাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel