ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 64 বার
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপন বলে জনাব মোহাম্মদ সাইফুল আলম উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে জনতা ব্যাংক লিমিটেড-এ কর্মরত ছিলেন। সরকারী এক প্রজ্ঞাপনে তিনি মহাব্যবস্থাপক হতে পদোন্নতিপ্রাপ্ত হয়ে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে গত ১৭ নভেম্বর ২০২২ তারিখে জনতা ব্যাংকে যোগদান করেন। এর পূর্বে জনাব সাইফুল আলম জনতা ব্যাংক লিমিটেড, বিভাগীয় কার্যালয় ঢাকা (দক্ষিণ) এ বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও জনতা ব্যাংকে চাকুরীকালীন সময়ে তিনি শাখা ব্যবস্থাপক, এরিয়া প্রধান ও বিভাগীয় প্রধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তিনি ১৯৮৮ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানে মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন। জনাব মোহাম্মদ সাইফুল আলম চট্টগ্রাম বিশ্বাবিদ্যালয়ের একাউন্টিং বিভাগ হতে অনার্সসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন লক্ষ্মীনারায়নপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি ১পুত্র ও ১কন্যা সন্তানের জনক। তিনি সংযুক্ত আরব আমিরাত, ইতালী, ইন্দোনেশিয়া ও সুইজারল্যান্ডসহ দেশে ও বিদেশে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ সময়: ১০:৪৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel