রাজশাহী প্রতিনিধিঃ | সোমবার, ০৭ জুন ২০২১ | পড়া হয়েছে 98 বার
রাজশাহীর পবায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন
রাজশাহীর পবায় ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইনে ডিজিটাল ভূমি উন্নয়ন কর আদায়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। রোববার(৬ জুন)পবা উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬ জুন হতে ১০ জুন পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের উদ্বোধন করা হয়। ভূমি সেবা সপ্তাহের ভার্চুয়েলী উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ন কবীর।
অনুষ্ঠানে ভার্চুয়েল এর মাধ্যমে যুক্ত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল, পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার, সহকারী কমিশনার ভূমি শেখ এহসান উদ্দীন, ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, ওয়াজেদ আলী খান প্রমুখ। তবে স্থানীয়ভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা, সার্ভেয়ার, উপ-সহকারী ভূমি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মচারীবৃন্দ। এ অনুষ্ঠানের মাধ্যমে ভূমিহীদের সরকারিপ্রাপ্ত গৃহের জমির ডিসিআর প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ৬:১১ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুন ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel