রাজশাহী প্রতিনিধিঃ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার(১৫ সেপ্টেম্বর)সকালে প্রধান অতিথি থেকে পবা উপজেলা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পবার আয়োজনে এ সার ও বীজ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী। পবা উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পবা উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মুতমাইন জাওয়াদ।
খরিপ ২০২১-২০২২ মৌসুমে পেঁয়াজ, নাবী পাট ও মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় এসব সার ও বীজ বিতরণ করা হয়। এদিন উপজেলার ১৫০ জন কৃষকের মাঝে পেঁয়াজ বীজ, ৩০ জন কৃষকের মাঝে পাট বীজ ও ৩৫০ জনের মাঝে মাসকলাই বীজ বিতরণ করা হয়। প্রত্যেক পেঁয়াজ চাষি পাচ্ছেন ১ কেজি বীজ, ২০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপিসহ বীজতলা তৈরীর জন্য পলিথিন, কীটনাশক ও সুতলী। এছাড়াও প্রশিক্ষণের পাশাপাশি মোবাইলে নগদ সহায়তা পাবেন দুই হাজার আটশো’ টাকা। প্রত্যেক পাট চাষি পাচ্ছেন আধা কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ইউরিয়া সার। প্রত্যেক মাসকলাই চাষি পাচ্ছেন ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি। এছাড়াও জমি প্রস্তুত ও সেচ বাবদ পাচ্ছেন আটশো’ টাকা এবং অন্যান্য খরচের জন্য ২৬৩০ টাকা।
Posted ৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।