
ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১ | প্রিন্ট
রাজশাহীর পবা উপজেলার ৫নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা পঞ্চম বারেরমত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। পঞ্চম বারেরমত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় হড়গ্রাম ইউনিয়ন পরিষদ ও ইউপিবাসী ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যানকে। নির্বাচিত হওয়ার পর থেকে নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী। এদিকে, মঙ্গলবার হড়গ্রাম ইউনিয়ন পরিষধের কর্মাকর্তা ও কর্মচারিবৃন্দরা পঞ্চম বারেরমত জনপ্রিয় এ চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা জানান। গত ২৮ তারিখ রাজশাহীর পবা উপজেলায় পরিষদ নির্বাচনে ৫নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫ জন চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ অটোরিকশা মার্কা ৬৯৫৬ ভোট পেয়ে টানা পঞ্চম বারেরমত চেয়ারম্যান নির্বাচিত হন। ১৮২৫ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি। এ ইউপিতে এমন ঘটনা এই প্রথম বলে জানান এলাকাবাসী।
Posted ১২:০২ অপরাহ্ণ | বুধবার, ০১ ডিসেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।