• শিরোনাম

    রাজশাহীতে ৩০০ পরিবার পেল করোনাকালে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা উপহার

    ইউসুফ আলী চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ | শনিবার, ২৬ জুন ২০২১ | পড়া হয়েছে 122 বার

    রাজশাহীতে ৩০০ পরিবার পেল করোনাকালে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা উপহার

    apps

    রাজশাহীতে করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার ও প্রাদুর্ভাবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার স্বরূপ আর্থিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৬ জুন) ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। এসময় তিনি সেলুন সমিতির সদস্য, দর্জি, রিক্সাওয়ালা, হিজড়া (৩য় লিঙ্গ) ও নারী সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেনীপেশার নিম্ন আয়ের জনগোষ্ঠীর ৩০০ পরিবারকে নগদ অর্থ হিসেবে এক হাজার টাকা করে প্রদান করেন। করোনাকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। আর্থিক সহায়তা প্রদানকালে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ১১:১৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুন ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ