শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

>>

রাজশাহীতে ১শত পিস ইয়াবা-সহ দুই জন গ্রেফতার 

মো. আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী   |   শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট

রাজশাহীতে ১শত পিস ইয়াবা-সহ দুই জন গ্রেফতার 

রাজশাহী জেলা পুলিশ সুপার মোসাঃ ফারজানা ইসলাম এর সার্বিক দিক নির্দেশনা ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. খাইরুল ইসলাম ও ওসি ডিবির সার্বিক তত্ত্বাবধানে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে রাজশাহীর মোহনপুর থানা এলাকা হতে একশত পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার হয়েছে।

গতকাল শুক্রবার রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সইপাড়া হতে রাত ১০.৩৫ টায় এই দুইজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে মোঃ রুবেল রানা (২৮) ও মোঃ তমিজ উদ্দিন (৩৫)। মোঃ রুবেল রানা মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামানিকের পুত্র এবং মোঃ তমিজ উদ্দিন একই থানার ভাতুরিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।
ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩ জানুয়ারি ২০২৫ ইং তারিখ রাত ১০.০৫ টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামস্থ মোঃ আঃ কুদ্দুস-এর পানের বরজের ভিতরে দক্ষিণ-পশ্চিম কোণে দুইজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল হতে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টাকালে রাত ১০.৩৫ টায় ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রুবেল রানার দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান পার্শ্বের কোঁমর হতে একটি সাদা রঙের স্বচ্ছ পলিথিন দ্বারা মোড়ানো অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং অপর আসামী মোঃ তমিজ উদ্দিনের দেহ তল্লাশি করে তার নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ তাদেরকে গ্রেফতার করেন।
প্রসঙ্গত উল্লেখ্য, মোঃ তমিজ উদ্দিনের বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
ইয়াবা উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।
এ বিষয়ে জানতে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের ওসির ব্যবহৃত সরকারী মোবাইল নম্বর এ কল দিলে মোবাইলে কল ঢুকলেও বিশেষ কোন কারণে কল রিসিভ করেননি।

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins