নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২ | পড়া হয়েছে 125 বার
রাজশাহীতে চারদিন ব্যাপী নাগরিক কর্তৃক মূল্যায়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) হোটেল ওয়ারিশনে ওয়েব ফাউন্ডেশনের আয়োজনে স্ট্রিট চাইল্ড ইউকে এর অর্থায়নে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় ১৯-২২ ডিসেম্বর পর্যন্ত (চারদিন ব্যাপী) নাগরিক কর্তৃক মূল্যায়ন প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনায় ছিলেন ওয়েব ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার তুলিকা সরকার, ফেসিলেটেটর তাহাতুল আজিদ, আতিয়া ইসলাম ও মাহমুদুল হাসান সজল।
এসময় প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন পবা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুফিয়া বেগম, পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলী, বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা’র সমন্বয়কারী আতিয়া তাসনিয়া ও মোস্তাক আহম্মেদ, ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার ব্যুরো প্রধান শামসুন নাহার মিনা, দৈনিক আমাদের রাজশাহী পবা প্রতিনিধি ইউসুফ চৌধুরী, ডাঃ আমানুল্লাহ বিন আখতার আবিদ, শিক্ষক, সাংবাদিকসহ ওয়েব ফাউন্ডেশন এর বিভিন্ন উপজেলা কমিটির ২৫জন সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ওয়েব ফাউন্ডেশন এর উদ্যোগে নাগরিক কর্তৃক মূল্যায়ন প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার, স্বাস্থ্য, মানবাধিকার, গনতন্ত্র, নারীর ক্ষমতায়ন ও অ্যাডভোকেসীর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে আর্থসামাজিক উন্নয়নে অগ্রসর করার বিভিন্ন কৌশল অবলম্বন সম্পর্কে অবহিত করা হয়।
বাংলাদেশ সময়: ৩:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel