ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধি: | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 55 বার
রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় এই মেলার উদ্বোধন করা হয়। এই মেলার আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী। মেলা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের বিসিএসআইআর চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর। সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মো. সেলিম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নূরুল হুদা ভূঁইয়া। প্রধান অতিথি মো. আফতাব আলী শেখ বলেন, বিশ্বের যত উন্নত দেশ রয়েছে, টেকসই উন্নয়ন হয়েছে, সেখানে বিজ্ঞান মুখ্য ভূমিকা রেখেছে। এদেশেও বিজ্ঞানের বিকাশের মাধ্যমে টেকসই উন্নয়ন ঘটানো সম্ভব। এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞানমনস্ক জাতি গঠনে অসামান্য ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, এই ক্ষুদে শিক্ষার্থী তা বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করবে বলে তাঁর বিশ্বাস। সহ-উপাচার্য মো. হুমায়ুন কবীর বলেন, এ ধরনের মেলার মাধ্যমে বিজ্ঞানমনস্ক জাতি গঠন হবে। শিক্ষার্থীরা অনুপ্রেরণা পাবে। এতে বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়বে। পরিচালক মো. সেলিম খান বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মাধ্যমে দেশীয় সম্পদের মান উন্নয়ন করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তাদের আগ্রহ সৃষ্টি করা। তাঁরা এই আয়োজন প্রতিবছর জানুয়ারি মাসে করে থাকেন। রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেলায় শিক্ষার্থীরা অংশ নেয়। আয়োজক সূত্রে জানা গেছে, এ মেলায় রাজশাহী অঞ্চলের স্কুল, কলেজের ৫২টি প্রতিষ্ঠানের ৫৫টি স্টল রয়েছে। শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী নিয়ে তিনটি দলে এই মেলায় অংশ নিয়েছে। গ্রুপে ‘এ’ গ্রুপে অংশ নিয়েছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি; ‘বি’ গ্রুপে নবম-দশম শ্রেণি এবং ‘সি’ গ্রুপে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টলকে বিশেষ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়াও প্রত্যেক অংশগ্রহণকারী
বাংলাদেশ সময়: ৮:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel