বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

>>

রাজশাহীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন

 নিজম্ব প্রতিবেদক:   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট

রাজশাহীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সংবাদ সম্মেলন

রাজশাহীতে বুধবার বেলা ১১টার দিকে নগরীর উপশহর এলাকার একটি আবাসিক হোটেল হল রুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে রাউটারের সংখ্যা বৃদ্ধি ও ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ও ছাত্রদলের তরুণ রাজনীতিকবৃন্দ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু এবং বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সুলতান আহমেদ রাহী যৌথ উদ্যোগে এইসংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে দুই দলের তরুণ রাজনিতিকবৃন্দ এক লিখিত বক্তব্যে বলেন, তারা সকলেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাজশাহী শিক্ষার আলোয় সমৃদ্ধ একটি নগরী। তথ্য প্রযুক্তি বর্তমান বিশ্বের সকল উন্নয়ন কর্মকান্ডের মূল হাতিয়ার। জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিম-লে শিক্ষার্থী হিসেবে নিজেদের অবস্থা সুদৃঢ় করতে সবাইকে তৈরি হতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ও এর বাইরে নয়। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে তারা লক্ষ্য করছেন যে, বিশ্ববিদ্যালয়ের হল আবাসিক হলগুলোতে পর্যাপ্ত পরিমাণে রাউটার নেই এবং ইন্টারনেটের গতিও বেশ দুর্বল। যার কারণে সাধারণ শিক্ষাথীরা তাদের ইন্টারনেট ভিত্তিক পড়াশোনা বা গবেষণার ক্ষেত্রে প্রকট সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা আরো বলেন, এরকম পরিস্থিতিতে রাবি সকল হলগুলোর রাউটারের সংখ্যা বৃদ্ধি এবং ইন্টারনেটের গতি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা ভিন্ন ভিন্ন দুটি রাজনৈতিক দলের দুইজন প্রতিনিধি হলের প্রায় ১০০ জন শিক্ষাথীর স্বাক্ষর সম্বলিত একটি পিটিশন গত ৩০ আগস্ট ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এর নিকট হস্তান্তর করেন। উপাচার্য শিক্ষাথীদের এই জরুরী দাবির প্রতি সম্মান দেখিয়ে হলগুলোতে রাউটার এবং ইন্টারনেট গতি বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেছেন এবং আশার কথা কয়েকটি আবাসিক হল তা বাস্তবায়নও করছে বলে উল্লেখ করা হয়। এই সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি চিফ অফ পাটি লেজলী রির্চাড। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর আঞ্চলিক ব্যবস্থাপক আসমা আক্তার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রোগাম এসোসিয়েট ঢাকার জুনায়েদ মুফরাদ মৌসুম এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহীর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট রায়হান আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গনতন্ত্র ও নারীর ক্ষমতায়ন, উন্নয়ন নিয়ে কাজ করছে। সেই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যায়ে তাদের দুইজন তরুণ ফেলো কাজ করেছেন। সাধারণ শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনে সুন্দর পরিবেশের জন্য এই কাজ অব্যাহত থাকবে। আগামীতে রাজশাহীতে সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকবে এবং তরুনরা রাজনীতিতে আরো গুরুত্বপুর্ন ভূমিকা পালন করবেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

Posted ৯:০৭ অপরাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১০ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins