
মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী : | রবিবার, ০২ মার্চ ২০২৫ | প্রিন্ট
মোহনপুর থানা পুলিশ মোহনপুর থানাধীন বড়াইল গ্রামের মৃত সুলতান ডাক্তারের তেঁতুল তলা পুকুর হতে অর্ধগলিত লাশ উদ্ধার করে।
পরবর্তীতে ভিকটিম আব্দুল মালেক (৪২) এর স্ত্রী মোসাঃ কাজলের সহায়তায় লাশের পোশাক-পরিচ্ছেদের বর্ণনা মোতাবেক পুলিশ সনাক্ত করতে সমর্থ হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মোসাঃ কাজল বাদী হয়ে মোহনপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার নং-১৭, তারিখ-২৬/০২/২০২৫ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।
তথ্য সুত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নির্দেশনায় এবং মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ ও মোহনপুর থানার একটি চৌকস টিম ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারের কাজ শুরু করে।
এরই ধারাবাহিকতায় গত ২৮/০২/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে মোহানপুর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ প্রচেষ্টায় রাজশাহী জেলার বিভিন্ন স্থান এবং চাঁপাইনবাবগঞ্জ হতে ঘটনার সাথে সম্পৃক্ত ৪ (চার) জন আসামি গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো – ১। মোঃ হাবিবুর রহমান আরিফ (২৬), পিতা-মোঃ লায়েক আলী, সাং-তিলাহারী পূর্বপাড়া ২। মোঃ শয়ন ইসলাম (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-পশ্চিমপাড়া, উভয় থানা-মোহনপুর, জেলা-রাজশাহী ৩। শ্রী দেবর্শিষ সাহা (২২), পিতা-শ্রী দিপক সাহা, সাং-বুলনপুর ঘোষপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী ও ৪। মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-সাম মোহাম্মদ সাম, সাং-আলীনগর বুধপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার ও লুন্ঠিত অটোরিক্সা, মোবাইল ও অটোরিক্সা বিক্রির ২৫,০০০/-হাজার টাকা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ভিকটিমকে খুন করে তারা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Posted ৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।