সোমবার ২১ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

>>

রাজশাহীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার” গ্রেফতার -৪

মোঃ আলতাফ হোসেন বাবু, বিভাগীয় চিফ, রাজশাহী :   |   রবিবার, ০২ মার্চ ২০২৫   |   প্রিন্ট

রাজশাহীতে ক্লু-লেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধার” গ্রেফতার -৪

মোহনপুর থানা পুলিশ মোহনপুর থানাধীন বড়াইল গ্রামের মৃত সুলতান ডাক্তারের তেঁতুল তলা পুকুর হতে অর্ধগলিত লাশ উদ্ধার করে।

পরবর্তীতে ভিকটিম আব্দুল মালেক (৪২) এর স্ত্রী মোসাঃ কাজলের সহায়তায় লাশের পোশাক-পরিচ্ছেদের বর্ণনা মোতাবেক পুলিশ সনাক্ত করতে সমর্থ হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী মোসাঃ কাজল বাদী হয়ে মোহনপুর থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা একটি হত্যা মামলা দায়ের করেন, যাহার নং-১৭, তারিখ-২৬/০২/২০২৫ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০।

তথ্য সুত্রে জানা যায়, রাজশাহী জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম এর নির্দেশনায় এবং মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস্)-এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশ ও মোহনপুর থানার একটি চৌকস টিম ঘটনার রহস্য উন্মোচন ও আসামিদের গ্রেফতারের কাজ শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২৮/০২/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে মোহানপুর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার যৌথ প্রচেষ্টায় রাজশাহী জেলার বিভিন্ন স্থান এবং চাঁপাইনবাবগঞ্জ হতে ঘটনার সাথে সম্পৃক্ত ৪ (চার) জন আসামি গ্রেফতার করা হয়েছে। আসামীরা হলো – ১। মোঃ হাবিবুর রহমান ৥ আরিফ (২৬), পিতা-মোঃ লায়েক আলী, সাং-তিলাহারী পূর্বপাড়া ২। মোঃ শয়ন ইসলাম (২৮), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-পশ্চিমপাড়া, উভয় থানা-মোহনপুর, জেলা-রাজশাহী ৩। শ্রী দেবর্শিষ সাহা (২২), পিতা-শ্রী দিপক সাহা, সাং-বুলনপুর ঘোষপাড়া, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী ও ৪। মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-সাম মোহাম্মদ ৥ সাম, সাং-আলীনগর বুধপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার ও লুন্ঠিত অটোরিক্সা, মোবাইল ও অটোরিক্সা বিক্রির ২৫,০০০/-হাজার টাকা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, ভিকটিমকে খুন করে তারা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণের মাধ্যমে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:০৯ অপরাহ্ণ | রবিবার, ০২ মার্চ ২০২৫

dainikbanglarnabokantha.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক

রুমাজ্জল হোসেন রুবেল

বাণিজ্যিক কার্যালয় :

১৪, পুরানা পল্টন, দারুস সালাম আর্কেড, ১১ম তলা, রুম নং-১১-এ, ঢাকা-১০০০।

ফোন: ০১৭১২৮৪৫১৭৬, ০১৬১২-৮৪৫১৮৬, ০২ ৪১০৫০৫৯৮

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

design and development by : webnewsdesign.com

nilüfer escort coin master free spins