নিজস্ব প্রতিবেদক: | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩ | পড়া হয়েছে 51 বার
ব্যাংকিং সেবা আরো সহজলভ্য করতে এবং দিনের ২৪ঘন্টা সেবা প্রদানের লক্ষে রোববার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে অগ্রণী ব্যাংক রাজশাহী ক্যান্টনমেন্ট শাখায় এটিএম বুথ উদ্বোধন করা হয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মুরশেদুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই বুথের উদ্বোধন করেন। পরে তিনি কেক কাটেন।
প্রধান অতিথি তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, অগ্রণী ব্যাংকের সকল গ্রাহককে ২৪ঘন্টা সেবা প্রদানের লক্ষে এই বুথ উদ্বোধন করা হলো। এই বুথ থেকে এখন গ্রাহকরা শুধুমাত্র টাকা উত্তোলন করতে পারবেন। আগামীতে এই বুধে সিআরএম মেশিন বসানো হবে। এই মেশিন বসালে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা রাখতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে অত্র শাখার সকল কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বের সাথে কাজ করার আহ্বান জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী ক্যান্টনবমেন্ট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাতেম আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেল এর মহাব্যবস্থাপক সামসুল হক। এছাড়াও অত্র ব্যাংকের রাজশাহীর বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ৮:৪১ অপরাহ্ণ | রবিবার, ২৯ জানুয়ারি ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel