রাজশাহী প্রতিনিধি | শনিবার, ০৩ জুলাই ২০২১ | প্রিন্ট
রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন এলাকায় সরকার ঘোষিত করোনা প্রতিরোধে কঠোর লকডাউনের ২য় দিনে স্বাস্থ্য বিধি না মেনে চলায় ৭ জনকে ৭হাজার ২শ’ টাকা জরিমানা করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ। তিনি শুক্রবার দুপুরে গোল্লাপাড়া বাজার, মুন্ডমালা বাজার, চৌবাড়িয়া হাটসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় করোনা বিষয়ে সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় তিনি ৭ জনকে অর্থ দন্ড করেন। এসময় তিনি দরিদ্র শ্রেনীর ছিন্নমূল ও অসহায় বয়স্ক নারী পুরুষকে খাদ্যসামগ্রী প্রদান করে বাড়িতে থাকার আহ্বান জানান। কঠোর লকডাউনের ২য় দিনে দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে, বিষেশ প্রয়োজনে যারা বেরিয়েছিলেন তারা মাস্ক পরে বেরিয়ে আবার দ্রুত বাড়ি ফিরতে অনেককেই দেখা গেছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পংকজ চন্দ্র দেবনাথ বলেন, করোনা প্রতিরোধে সরকারী বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন সকলেই ঘরে থাকুন, সুস্থ্য থাকুন।
Posted ১:৩৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।