মোঃ শামীম বিশ্বাস,রাজবাড়ী প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | পড়া হয়েছে 39 বার
রাজবাড়ী সদর উপজেলা বরাট ইউনিয়ের বরাট হাসপাতাল এখন জরাজীর্ণ অবস্হায় পড়ে রয়েছে। হাসপাতালে দরজা জানালা ভাংঙ্গা অবস্হা পড়ে রয়েছে। বরাট হাসপাতালে ডাক্তার নেই বল্লেই চলে। রাজবাড়ী সিভিল সার্জেন মুঠোফোন যান চাওয়া হয়েছিল সপ্তাহ কত দিন ডাক্তার বসে জবাবে বলেছিল যে, সপ্তাহ ২দিন ডাক্তার বসে জরিপে দেখা গেলে ডাক্তার নাই।
সাপ্তাহে একদিন পরিবার পরিকল্পনা কর্মী বসে। রোগীরা ওষুধ নেওয়ার জন্য আসে কিন্তুু রোগীদের বলে ওষুধ নাই। রোগীরা ওষুধ না পেয়ে বাড়ী ফিরে আসে।
বাংলাদেশ সময়: ১২:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel