শরীফ আহমেদ প্রতিবেদনঃ রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
গত ১৮ নভেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-২৭, তারিখ-০৯/১১/২০২৩ খ্রিঃ ধারা-১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫-ডি মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১। ৬২ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ আলী আকবর (৪৪) পিতা- আরশ খাঁ, সাং- আকন্দ কান্দি, থানা- নড়িয়া জেলা – শরিয়তপুর ২। শ্রমিক দলের সদস্য সচিব মোঃ জিয়াউল হাসান খান (৪০) পিতা-মোঃ নাসির উদ্দিন খান সাং- ৬০/১৯/বি, ধলপুর থানা- যাত্রাবাড়ী জেলা – ঢাকা ৩। ৪৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মোঃ শুক্কুর আলী (৫২) পিতা- মৃত রজ্জব আলী, সাং- ৯৫, উত্তর যাত্রাবাড়ী, সুতিখালপাড়, থানা- যাত্রাবাড়ী জেলা – ঢাকা এবং ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-১৮, তারিখ-০৫/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৩২/ ৩৫৩/৩২৩/৪৩৫/৪২৭/১০৯ পেনাল কোড তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬; মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ৪। ৬৩ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোঃ আবু বক্কর (৫৭), পিতা – মৃত তরজুন আলী সরকার সাং- দেওলা, থানা- বোরহান উদ্দিন জেলা – ভোলা সহ মোট ০৪ জন আসামি’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও তারা ইতোপূর্বে রাজধানীর যাত্রাবাড়ী, সায়দাবাদ, ধোলাইপাড়, গোলাপবাগ, ডেমরা, দনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা মূলক কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:৫৬ অপরাহ্ণ | রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel