
গুলনাহার | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
রাজধানীর উত্তরখান থানাধীন উত্তরখান মৌজাস্হিত উত্তরখান মাদারবাড়ি, উত্তরখান বালুর মাঠ মাস্টার পাড়া মিয়া বাড়ি,উত্তরখান মিয়াবাড়ি তালতলা এলাকায় নকশা ব্যত্যয়কৃত মোট ৫টি ভবনে রাজউকের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোন ২/১এর অথরাইজড অফিসার সাইফুল ইসলাম এর নেতৃত্বে ইমারত পরিদর্শক নাজমুল এর অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার রবিবার ২৭ /০৪/২০২৫ ইং তারিখ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এছাড়া মোবাইল কোর্টে আরো উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার মোঃ সাজ্জাদ হোসেন সহকারী অথরাইজ অফিসার সাবা- তাসনিম এবং জোন ২/১এর অন্যান্য ইমারত পরিদর্শকগণ। ভবন মালিকেরা রাজউকের নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক মোবাইল কোর্টের মাধ্যমে ব্যত্যয়কৃত অংশ ভেঙ্গে দেয়। মোট পাঁচটি ভবনের মধ্যে একটি ভবনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। অন্যান্য ভবন মালিকেরা উপস্থিত না থাকায় ভবনের বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। তাছাড়া সকল ভবন মালিক নকশা ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে নিজ খরচে ভেঙ্গে অপসারণ করবে এবং যতক্ষণ পর্যন্ত রাজউক নির্মাণ কাজের অনুমোদন না দিবে ততক্ষণ পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ থাকবে এই মর্মে ভবন মালিকেরা ৩০০(তিনশত) টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার নামা প্রদান করে।রাজউক অনুমোদিত নকশা ব্যত্যয়কৃত ভবন গুলোতে রাজউকের মোবাইল কোর্ট চলমান থাকবে।
Posted ১০:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।