নারগিস পারভীনঃ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১ | প্রিন্ট
রাজধানী ঢাকার স্বনামধন্য বিদ্যাপিঠ গুলোর মধ্যে রাজউক মডেল স্কুল এন্ড কলেজ সুপরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। “এসো শিক্ষার অন্বেষণে” এই শ্লোগানকে সামনে রেখে রাজউক মডেল স্কুল এন্ড কলেজ সুশিক্ষিত মানুষ গোড়ার কারিগর হিসেবে রাজধানী ঢাকা উত্তরা এলাকায় সুপরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। কে না চায় তার সন্তানকে নামি-দামি বিদ্যালয়ে পড়াশোনা করাতে।তারই ধারাবাহিকতায় সামার্থবান অভিভাবকরা আজ রাস্তায় নেমেছেন প্লে কার্ড হাতে নিয়ে। যেখানে লেখা রয়েছে লটারি নয় ভর্তি পরীক্ষা চাই। মেধার মাধ্যমে, ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি নেওয়া হোক। বিভিন্ন জনের হাতে ভিন্ন ভিন্ন প্লে কার্ড। ০৮-১১-২০২১ইং তারিখ সকাল১০ টা থেকে তারা জড়ো হতে থাকে রাজউক কলেজের সামনে। তাদের দাবি গুলো তারা কলেজ কতৃপক্ষ কে জানাতে এসেছেন বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক। এতে উপস্থিত এক অভিভাবক বলেন, আমার মেয়ের সাথে যে স্টুডেন্ট ক্লাস ফোরে পড়তো সে স্টুডেন্ট এখন ক্লাস সিক্সে পড়েন এবং ৫০ থেকে ৬০ জন ফেলোয়ার স্টুডেন্ট আছে রাজউকে। এছাড়াও ক্ষুদে শিক্ষার্থীরা বলেন, আমরা পরীক্ষা দিয়ে মেধা যাচাইয়ের মাধ্যমে এই স্কুলে পড়তে চাই, আমরা ভর্তি পরীক্ষার জন্য যে পড়াশোনা করেছে তার তো কোন মূল্যায়ন হবে না লটারির মধ্যমে পরীক্ষা হলে। এছাড়াও কিছু কিছু অভিভাবক লটারির পক্ষে ও রয়েছেন। কোচিং বাণিজ্য এবং কোচিং সেন্টার গুলা প্রশ্ন ফাঁস ব্যবসায় মেতে উঠবে। তারা বলেন কতিপয় অসাধু শিক্ষক ও কর্মচারীদের কারনে এই পদ্বতি গ্রহণযোগ্যতা হরাতে বসেছে। এসব বিষয়ে অধ্যক্ষের মতামতের জন্য সাক্ষাত করতে চাইলে নিরাপত্তার কর্মী গণমাধ্যমেকে বলেন, অফিসে স্যার নেই,আর অন্য কেউ এ বিষয়ে কথা বলতে নারাজ।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৮ নভেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।