| বুধবার, ০৩ জুলাই ২০২৪ | প্রিন্ট
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক মো. মোবারক হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক দুটি মামলা দায়ের করেছে। বুধবার (৩ জুলাই) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ এই মামলাগুলি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, মোবারক হোসেনের দাখিল করা সম্পদ বিবরণী অনুযায়ী, ৪১ লাখ ৪৬ হাজার ৮৪৫ টাকার আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। এই কারণে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে, তার স্ত্রী সাহানা পারভীন, যিনি পেশায় গৃহিণী, তার নামে ১ কোটি ৫৮ লাখ ৭৩ হাজার ১৫২ টাকার জ্ঞাত আয়ের বাইরের সম্পদ পাওয়া গেছে। দুদকের মতে, এই সম্পদ তার স্বামীর অবৈধভাবে অর্জিত অর্থ দিয়ে কেনা হয়েছে। ফলে, সাহানা পারভীনকে প্রধান আসামি এবং মোবারক হোসেনকে দ্বিতীয় আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
দুদক এই মামলাগুলি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় দায়ের করেছে।
Posted ২:২৬ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০২৪
dainikbanglarnabokantha.com | Fahim Farhan
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।