
গুল নাহার | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
রাজধানীর দক্ষিণ খান থানাধীন ফায়দাবাদ মৌজা স্থিত পূর্ব ফায়দাবাদ বালুর মাঠ এলাকায় রাজউকের মোবাইল কোর্টের আইন অমান্য করে পুনরায় ব্যত্যয়কৃত ভবন পুনঃনির্মাণের অভিযোগ উঠেছে ভবন মালিক মল্লিক বিল্ডার্স ওরফে সাহেব আলী গং এর। রাজউকের অনুমোদিত নকশা ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক উত্তরা জোন ২/১ এর অধীনে গত ০৮ /০১ /২০২৫ ইং তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অথরাইজড অফিসার আবিল আইয়ামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হাওলাদার, পরিচালক, সহকারী অথরাইজড অফিসার এবং এই মৌজার দায়িত্বে থাকা ইমারত পরিদর্শক মেহেদী হাসান এবং অন্যান্য ইমারত পরিদর্শকদের উপস্থিতিতে নকশা ব্যত্যয়কৃত এই তিনটি ভবনে মোবাইল কোট করা হয়। নিয়ম বহির্ভূত তিনটি ভবনের ভবন মালিক মোবাইল কোর্টের সময় সরেজমিনে উপস্থিত না থাকায় ভবন তিনটির জরিমানা না করে ব্যত্যয়কৃত অংশ ভেঙে দেয়া হয় এবং বৈদ্যুতিক মিটার বিচ্ছিন্ন করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। যতক্ষণ পর্যন্ত ব্যত্যয়কৃত অংশ নিজ দায়িত্বে ভেঙ্গে অপসারণ না করা হবে এবং রাজউক থেকে ভবনটির পুনঃনির্মাণ কাজের আদেশ দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত এই ভবন তিনটির নির্মাণ কাজ বন্ধ থাকবে।
কিন্তু সরেজমিনে তথ্যানুসন্ধানে দেখা যায় মোবাইল কোর্টের তোয়াক্কা না করে অনুমোদিত নকশার ব্যত্যয়কৃত অংশ অপসারণ না করে পুনরায় আগের নিয়মেই এই ভবন নির্মাণ করছে এবং বৈদ্যুতিক মিটার সংযোগ না দিয়ে পার্শ্ববর্তী ভবন থেকে তিনটি ভবনের সংযোগ নিয়ে ব্যত্যয়কৃত ভবনের নির্মাণ কাজ পরিচালনা করে যাচ্ছে। এ বিষয়ে ভবন মালিক সাহেব আলী গংএর সাথে মোবাইল ফোনে কথা বললে সাহেব আলী গং বলে আমার ভবন আমি নির্মাণ করছি তাতে রাজউকের কি সমস্যা। আমার এই তিন ভবনের মিটার বিছিন্ন করেছে আমি আমার অন্য ভবন থেকে সংযোগ এনে কাজ করছি এতে কি হয়েছে। যা রাজউকের ভবন নির্মাণের নিয়ম নীতি কে সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে। বর্তমান রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেছেন, “নকশা ব্যত্যয়কৃত ভাবে ভবন নির্মাণ হলে নিয়ম বহির্ভূত ভবনের নির্মাণ কাজ বন্ধ রাখা হবে এবং সেই সাথে পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে”।এই ব্যবস্থা চলমান থাকলে নিয়ম বহির্ভূত ভবনের সংখ্যা কমতে থাকবে।
Posted ৩:৩৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।