
টি এম এ হাসান সিরাজগঞ্জ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১ | প্রিন্ট
রবি'র প্রশাসনিক ভবনে শিক্ষকরা, ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ শিক্ষকরা প্রশাসনিক ভবনের ভিতরে অবস্থান করারত অবস্থায় প্রধান ফটকে তালা ঝুলিয়ে শিক্ষকদের অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। তবে ভিতর থেকে ভিসি বলছেন আমরা প্রশাসনিক ভবনের ভিতরে আছি কিন্তু এমনটা হয়েছে কি না জানিনা। এর আগে শিক্ষকরা প্রশাসনিক ভবনে ঢুকলে শিক্ষার্থীরা এটা করেন বলে নিশ্চিত করেছেন রবীন্দ্র অনশনরত বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাকিব মোহাম্মদ। রাকিব হাসনাত জানান, আমরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে রেখেছিলাম কিন্তু স্যাররা কিভাবে ভিতরে ঢুকলেন জানিনা। পরে তারা এসে আমাদের দাবি না মেনে অনশন স্থগিত করতে বললে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এবং বাহিরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। এবিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার আব্দুল লতিফ বলেন, আমাদের কয়েকজন শিক্ষক তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন কিন্তু তা ছেলে মানুষি করছে। তবে প্রধান ফটকে তালা দেয়া হয়েছে কি না জানিনা। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর সোয়া ২টা) ভিতরে সিন্ডিকেট সদস্যদের সভা চলছে।
Posted ৬:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।