
টি এম এ হাসান সিরাজগঞ্জ প্রতিনিধি: | শনিবার, ০৫ মার্চ ২০২২ | পড়া হয়েছে 12 বার
রতনকান্দি আগবয়ড়ায় ইছামতী নদীতে পরে এক শিশুর মৃত্যু
সিরাজগঞ্জ ইছামতী নদীর পানিতে ডুবে মো. জোনায়েদ আহমেদ নাহিদ নামে পাঁচ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আকবয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু নাহিদ ওই গ্রামের মো. ফারুক আহমেদের ছেলে। জানা যায়, ওই শিশুর মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় অন্য শিশু দের সাথে কথা বলতে বলতে নাহিদ বাড়ির পাশে ইছামতী নদীর উপর বাসের সাঁকোর উপর খেলছিল। কিছুক্ষণ পর নাহিদ সাকোর উপর থেকে পানিতে পড়ে তলিয়ে যায় অন্য শিশুদের চিতকারে নাহিদের মা,ও দাদি সহ আসপাশের লোকজন এসে পানিতে নেমে খোজা খোজি করে পানির নিচ থেকে নাহিদকে মৃত উদধার করে এ বিষয়ে নাহিদের চাচা সুমন আহমেদ জানান, প্রতিদিন ই অনেক শিশু খেলা ধুলা করে নদীতে পানি কম থাকায় তেমন কোন কিছু মনে করি নাই কিন্তু আজ জুমার নামাজের সময় লোক জন ছিলোনা কেউ দেখতে পায়নি।শিশু নাহিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।
বাংলাদেশ সময়: ৪:৪২ অপরাহ্ণ | শনিবার, ০৫ মার্চ ২০২২
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel