রংপুর ব্যুরো: | বুধবার, ২৪ মে ২০২৩ | পড়া হয়েছে 25 বার
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক উম্মে সুলতানা নওশীনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে কর্মচারীসহ স্থানীয় সচেতন মহল। সেই সঙ্গে ৭২ ঘণ্টার আল্টিমেটাম বেধে দিয়েছে বিক্ষোভকারীগণ। আজ বুধবার সকাল ১১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ কর্মচারীরা। এ সময় কর্মচারীদের বিক্ষোভ মিছিলে এলাকাবাসীর ব্যানারে যোগ দেন স্থানীয়রা। বিক্ষোভ মিছিলটি মেডিকেল কলেজের ভেতরে প্রবেশ করতে চেষ্টা করলে পুলিশ গেট বন্ধ করে দেয়। পরে বিক্ষোভকারীরা কলেজ গেটের সামনেই বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীরা নওশীনের অপসারণের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন। পরে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। রংপুর সিটি কর্পোরেশনের ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান বলেন, স্বাস্থ্যখাতে দেশের আলোচিত দুর্নীতিবাজ হিসেবে ইতোমধ্যে উম্মে সুলতানা নওশীনকে রংপুর থেকে বদলি করা হয়েছে।
তিনি আবারও রংপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন। এ কারণে কর্মচারী ও সচেতন এলাকাবাসী তার অপসারণের দাবি জানিয়ে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দিয়েছি। সেই সঙ্গে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল কুমার রায় বলেন, আন্দোলনকারীরা আমার কাছে এসে ছিলেন। ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের জন্য যাবতীয় ব্যবস্থার নেওয়ার লক্ষ্যে একটি স্মারকলিপি দিয়েছে। বিক্ষোভকারীদের সাথে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে থাকলেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সাধারণ স¤পাদক গণমাধ্যমে কথা বলতে রাজি হয়নি। প্রসঙ্গত, ২০২০ সালে দুর্নীতি ও বিভিন্ন বিষয়ে সংবাদ প্রচার হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিসাবরক্ষক উম্মে সুলতানা নওশীনকে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে বদলি করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের স্টেনো-কাম-পিএ হিসেবে চাকরি করলেও নওশীনকে হিসাবরক্ষক পদে পদায়ন করা হয়।
বাংলাদেশ সময়: ১১:২১ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel